বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১৬:২২

মতলবে আওয়ামী লীগের ব্যানারসহ ঝটিকা মিছিল, আটক দুই

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে আওয়ামী লীগের ব্যানারসহ ঝটিকা মিছিল, আটক দুই
মতলবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে উদ্ধারকৃত ব্যানার।

মতলব দক্ষিণ উপজেলা সদরের বাইশপুর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দু ব্যক্তিকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ তাদের কাছ থেকে আওয়ামী লীগের ব্যানার উদ্ধার করেছে।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকালে মতলব সেতু সংলগ্ন বাইশপুর এলাকায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন : শাহরাস্তি উপজেলার চিতোষী গ্রামের করিম উল্লাহর ছেলে ইসমাইল হোসেন মেহরাজ (২৪) ও কচুয়া উপজেলার আইনগিরি এলাকার আব্দুস সালামের ছেলে ইয়ামিন হোসেন ইমন (২২)। প্রত্যক্ষদর্শী যুবদলের কামাল বেপারী ও শ্রমিক দলের কাইউম বলেন, ভোর সাড়ে ছয়টার দিকে আমরা ফজর নামাজ পড়ে মসজিদ সংলগ্ন মতলব সেতুর বাইপাস সড়কে মিছিল শুনতে পাই," জয় বাংলা জয় বাংলা। অবৈধ ইউনুস সরকারের নির্বাচন মানি না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানি না।" এ সময় সকলে মিলে তাদের ধাওয়া দিলে ১৫/২০ জনের মধ্যে সবাই দুটো মাইক্রোবাসে উঠে পালায়। তাদের মধ্যে চারজন গাড়িতে উঠতে পারে নি। এর মধ্যে আমরা দু জনকে ধরতে পারলেও বাকি দু জন বিল দিয়ে পালিয়ে যায়। তাদের কাছে ধারালো দেশীয় অস্ত্র থাকায় আর পিছু পিছু যাইনি। পরে পুলিশে খবর দিয়ে তাদের কাছে দিই।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক ঘটনা স্বীকার করে বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল শেষে দু জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়