প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১৯:৫৬
ফরিদগঞ্জের আপামর মানুষের ভালোবাসায় সব কষ্ট ভুলে মাঠে নেমেছি চিংড়ি প্রতীক নিয়ে
.......... এম এ হান্নান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ ) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান বলেছেন, গত ৩৫ বছর ধরে ফরিদগঞ্জবাসীর জন্যে যে কাজ করেছি, আজ ভোটের মাঠে এসে তার মুল্যায়ন পাচ্ছি। সাধারণ মানুষজন যেভাবে আমাকে জড়িয়ে ধরছে, মা-বোনরা যেভাবে দোয়া করছে, তাতে আমি দলের দেয়া কষ্ট ও দুঃখ ভুলে গেছি। ফরিদগঞ্জের আপামর মানুষের ভালোবাসায় সব কষ্ট ভুলে মাঠে নেমেছি চিংড়ি প্রতীক নিয়ে। হুমকি ধমকি সমস্ত কিছু উপেক্ষা করে আপনারা ১২ ফেব্রুয়ারি নিজ নিজ ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের বিবেক বুদ্ধি খাটিয়ে যদি আমাকে আপনারা আপনাদের উন্নয়নের জন্যে যোগ্য মনে করেন, তাহলে আমার প্রতীক চিংড়ি প্রতীকে ভোট দেবেন। মনে রাখবেন, এলাকার উন্নয়ন ও সর্বদা পাশে থাকার ওয়াদা করছি। আমি প্রার্থী হিসেবে আপনাদের এলাকার সন্তান হিসেবে আমার প্রতীক চিংড়ি প্রতীকে ভোট প্রার্থনা করছি।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা বাজারে মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল আলম কাঞ্চন, ফারুক আহমেদ খান, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানা প্রমুখ। এর আগে তিনি সকাল থেকে বালিথুবা পশ্চিম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ ও উঠোন বৈঠকে অংশগ্রহণ করেন।








