শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩

নদী

সুমন কুমার দত্ত
নদী

সুমন কুমার দত্ত নদী

ঊনিশের আপন ডুবে মরেছে, নদী; শান্তার চোখে অভিশপ্ত।

পূর্ণার্থীর স্নান তীর্থ, নদী; গঙ্গা রুপ।

জেলেপাড়া, বেদেপল্লী ভোরের আলোয় হাঁকডাক, নদী; বেঁচে থাকার স্বপ্ন।

গভীরতার উপলব্ধি, নদী; প্রেমিকের চোখ।

চাঁদ-সূর্যের মাখামাখি, নদী; শিল্পীর রংতুলি।

জোয়ার-ভাটায় ঘোলাটে জল, নদী; জাতের উদাহরণ।

নদী; একটি সারমর্ম কবিতা!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়