প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১০:০০
দোয়েল
কাজী আজিজুল হাকীম নাহিন

দোয়েল পাখি, দোয়েল পাখি
শান্তির সুরে মাখামাখি
সাদা-কালোয় রংয়ের ছেঁায়া
ভোরের আলোয় দেখতে পাওয়া।
মায়াভরা ছোট্ট খেচর
ডাকে সে কেচর-মেচর
নাম তার জাতীয় পাখি
সবাই তাকে আদরে ডাকি
ও দোয়েল পাখি...
লাফিয়ে চলে ডালে ডালে
প্রকৃতির তালে তালে
মাটির টানে ঘুরে বেড়ায়
লেজ নাড়িয়ে হেলে দুলে।
শিষ দিয়ে সে গান তোলে
গ্রাম বাংলার কথা বলে।
পাখি নয় সে শান্তির দূত
আনে বার্তা, জাগায় মমত্ববোধ।