প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০১:১৩
শ্রীনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দীন।সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসীম উদ্দীন, শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা মো. আজাদ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, শ্রীনগর থানা তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আমিনুল ইসলাম, হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবু নাঈম ছিদ্দিকী, উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও ডেজিগনেটেড ফুড সেফটি ইন্সপেক্টর নাসরীন সুলতানা মিলি, শ্রীনগর প্রেসক্লাব সভাপতি আরিফ হোসেন, শ্রীনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শেখ আছলাম, ৭১ টিভির উপজেলা প্রতিনিধি শাহ আলম নিতুল এবং উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানসহ প্রতিটি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সামাজিক সমস্যা, মাদক নিয়ন্ত্রণ, যানবাহন চলাচলসহ নানা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
ডিসিকে/এমজেডএইচ