বুধবার, ২০ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৬:১৩

মৌলভীবাজারে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া

মৌলভীবাজার পুলিশ লাইন্সে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫ ) সকালে মৌলভীবাজার পুলিশ লাইন্সে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে এবং মৌলভীবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়