মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৮:৫২

মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম (ইউকে) থেকে শেখ মো. আতিকুর রহমানকে অব্যাহতি

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম (ইউকে) থেকে শেখ মো. আতিকুর রহমানকে অব্যাহতি

মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের কমিটি থেকে শেখ মো. আতিকুর রহমানকে প্রাথমিক সদস্য পদ ও সম্পাদকীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৬ জুলাই ২০২৫) মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম (ইউকে)-এর সভাপতি শাহ্ সাইফুল আক্তার লিখন ও সাধারণ সম্পাদক শাফিউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে শেখ মো. আতিকুর রহমানকে কমিটি থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

তারা বিবৃতিতে আরো জানান, মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলেন শেখ মো. আতিকুর রহমান। তিনি বেশ কিছুদিন যাবৎ সংগঠনের নাম ব্যবহার করে সংগঠনবিরোধী কার্যকলাপ করে আসছিলেন। যার সাথে এই সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির কোনো সদস্যের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক আরো জানান, ইতোমধ্যে আমরা নিশ্চিত হয়েছি গত ৯ জুলাই শেখ মো. আতিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে সে তার নিজের ইচ্ছামতো কমলগঞ্জ উপজেলা প্রবাসী ফোরাম নামে একটি কমিটি প্রকাশ করেছে এবং সেখানে সে নিজেকে সভাপতি হিসেবে ঘোষণা করেছে। অথচ যেখানে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম এই ধরনের কোনো কমিটির অনুমোদন দেয়নি। আমরা এই ভুয়া ও মনগড়া কমিটি প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

পরবর্তীতে সংগঠনের কার্যকরী কমিটির সবার মতামতের ভিত্তিতে শেখ মো. আতিকুর রহমানকে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের প্রাথমিক সদস্য পদ সহ সম্পাদকীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এদিকে শেখ মো. আতিকুর রহমানের এমন সংগঠন বিরোধী কার্যকলাপে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৌলভীবাজার জেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়