মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:০০

চাঁদপুর পৌরসভার কর্মকর্তাগণের বিদায়-বরণ

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর পৌরসভার  কর্মকর্তাগণের বিদায়-বরণ
চাঁদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভূঞার অবসরজনিত বিদায় এবং তার স্থলে মুহাম্মদ নূর আজম বীন আখতারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিচ্ছেন পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া (উপসচিব)।

চাঁদপুর পৌরসভার আয়োজনে কর্মকর্তাগণের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর, ২০২৫) বিকেল ৪টায় পৌরসভার সম্মেলন কক্ষে পৌর নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভূঞার অবসরজনিত বিদায় ও তার স্থলে নবাগত পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতারকে বরণ করা হয়। একই অনুষ্ঠানে মো. সাজ্জাত ইসলাম, শহর পরিকল্পনাবিদ (বদলিজনিত বিদায়), মো. সোহরাব হোসেন, শহর পরিকল্পনাবিদ (কর্মস্থলে বরণ), মো. মফিজ উদ্দিন হাওলাদার, প্রশাসনিক কর্মকর্তা (বদলিজনিত বিদায়)কে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদানের মাধ্যমে বিদায়-বরণ করা হয়।

চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া (উপসচিব) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পৌর প্রশাসকের ব্যক্তিগত সরকারী মো. জহিরুল ইসলাম। এ সময় চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য প্রকৌশলী, ক্যাশিয়ার এবং সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌর নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভূঞা চাঁদপুর পৌরসভায় ১৮ বছর কর্মরত ছিলেন। এখান থেকেই তিনি কর্মজীবন শেষ করে অবসরে গেলেন।

বিদায়কালে তিনি বলেন, চাঁদপুর পৌর এলাকার সকল শ্রেণী-পেশার মানুষ খুবই ভাল এবং এ শহরের কথা তার চিরজীবন মনে থাকবে। সভাশেষে বিদায়ী অতিথিকে পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে পৃথক পৃথক উপহার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়