মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৮

ক্যান্সারে আক্রান্ত রোগীকে জেলা ইসলামী আন্দোলনের নগদ অর্থ প্রদান

অনলাইন ডেস্ক
ক্যান্সারে আক্রান্ত রোগীকে জেলা ইসলামী আন্দোলনের  নগদ অর্থ প্রদান

চাঁদপুর সদর উপজেলার ১০নং মডেল লক্ষ্মীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মৃত বাচ্চু খানের ছেলে মনির খান দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন নিজ বাসায় অবস্থান করছেন। মনির খানকে দেখতে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা নেতৃবৃন্দ। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, জেলা উপদেষ্টা শেখ মুহাম্মদ আবদুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মুহিব্বুল্লাহ বেপারী, দফতর সম্পাদক মাওলানা রাসেল বেপারী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০নং মডেল লক্ষ্মীপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মনিরুজ্জামান, বালিয়া ইউনিয়ন সভাপতি মুফতি আশরাফুল ইসলাম, মডেল ইউনিয়ন সেক্রেটারি মনির হোসেন দেওয়ান, হানারচর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ তাজুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ মনির খানের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তার হাতে চিকিৎসার জন্যে নগদ অর্থ তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা উপদেষ্টা শেখ মুহাম্মদ আবদুল্লাহ। এ সময় উপস্থিত নেতা-কর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবদিন বলেন, সমাজের অসহায় ও হতদরিদ্রের পাশে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। যার যার সামর্থ্য অনুযায়ী অসুস্থ ব্যক্তি মনির খানকে সহযোগিতা করার জন্যে তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ বিশেষ করে এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে রোগীর জন্যে বিশেষ দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়