প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫৯
বিএনপি নেতা আজম খানের শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. আজম খান।
|আরো খবর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. আজম খান।
এক শুভেচ্ছা বার্তায় আজম খান বলেন, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দেশের এক ক্রান্তিকালে দেশের জনগণের দুর্দশার কথা বিবেচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে এই দল গঠন করেন।
জিয়াউর রহমান তৎকালীন সময় বিধ্বস্ত দেশকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নিয়ে দেশের উন্নয়ন শুরু করেন। প্রাথমিক পর্যায়ে দ্রুত দেশ এগিয়ে যাচ্ছে, তখন দেশের জনগণের কাছে একমাত্র এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি পরিচিতি লাভ করে। এক পর্যায়ে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন।
এরপর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব নিয়ে দেশ ও জনগণের স্বার্থে সকল আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। কখনোই তিনি শাসক দলের রক্ত চক্ষুকে ভয় করেননি। তাদের উপেক্ষা করে তিনি আপসহীনভাবে এগিয়ে গেছেন। দেশের জনগণ তাঁকে তিন তিনবার দেশ পরিচালনার দায়িত্ব হিসেবে প্রধানমন্ত্রী করেছেন। তিনি দেশের তিনবার প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন।
তিনি আরো বলেন, ২০০৮ সালে একটি কুচক্রী মহল চক্রান্ত করে বিএনপি থেকে ক্ষমতা কেড়ে নেয়। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার জিয়া পরিবার তথা বেগম খালেদা জিয়া, তারেক জিয়া ও বিএনপিকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছে। কিন্তু জনগণের ভালোবাসায় বিএনপি রাজনীতিতে জনপ্রিয়তা অর্জন করছে। ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। তাই সর্বোপরি দলের সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান থাকবে, আসুন আমরা সকলে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে পুনরায় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাই। এটিই হোক প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।
---মো. আজম খান,
কার্যনির্বাহী সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও
উপদেষ্টা, চাঁদপুর জেলা বিএনপি।