প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৩
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে চাঁদপুরে স্মরণকালের বর্ণাঢ্য র্যালি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে স্মরণকালের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে বিভিন্ন ব্যানার-ফেস্টুনে সজ্জিত হয়ে হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে সমাবেশ-পরবর্তী র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি-পূর্ব সমাবেশে সভাপত্বি করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
|আরো খবর
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী ও যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝির যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম, অ্যাড. জহির উদ্দিন বাবর, অ্যাড. হারুনুর রশিদ, শাহজালাল মিশন, আফজাল হোসেন ও দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী। র্যালিতে অংশ নেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান, চাঁদপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, হুমায়ুন কবির প্রধান, ডিএম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মুনিরা বেগম চৌধুরী, তানভীর হুদা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন, অ্যাড. শামছুল ইসলাম মন্টু, কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কুহিনূর বেগম, ছাত্র বিষয়ক সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সেক্রেটারী অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, সদস্য সচিব শামছুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালির পূর্বে বক্তারা বলেন, সবাইকে সজাগ থাকতে হবে। আমরা আমাদের শত্রু এখনো চিহ্নিত করতে পারিনি। এই বাংলার মাটিতে পিআর পদ্ধতি চলবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। এর যদি কোনো ব্যত্যয় হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ চাঁদপুরের রাজপথ জামাত ও এনসিপির নয়, বিএনপির নেতা-কর্মীদের দখলে থাকবে। বিএনপি দীর্ঘ ১৭ বছর যাবৎ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে রয়েছে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ছাড়াও চাঁদপুরের ৩০টির অধিক সাংস্কৃতিক সাংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন।