মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩

বৃক্ষরোপণ কার্যক্রমে পুরস্কার পেলো প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা

অনলাইন ডেস্ক
বৃক্ষরোপণ কার্যক্রমে পুরস্কার পেলো প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা

বৃক্ষরোপণ কার্যক্রমে অসাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পুরস্কার-২০২৫ অর্জন করেছে চাঁদপুরের সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন কর্তৃক শনিবার (৩০ আগস্ট ২০২৫) চাঁদপুর রোটারী ক্লাব মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী স্বেচ্ছাসেবী কর্মশালায় এ সম্মাননা পুরস্কার সংগঠনের নেতৃবৃন্দের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

'আমরা সবাই ঐক্যবদ্ধ, চাঁদপুর হবে দেশের গর্ব' এই স্লোগানকে সামনে রেখে এদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের দেড় শতাধিক স্বেচ্ছাসেবী। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এইচ এম জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম সিফাতের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ লুৎফর রহমান, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও স্বদেশ বাংলার সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ সহ অন্য নেতৃবৃন্দ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে চলতি বছরে বৃক্ষরোপণ কর্মসূচিতে ভূমিকা রাখায় প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার পাশাপাশি জেলার আরো ৪টি স্বেচ্ছাসেবী সংগঠনকে পুরস্কার প্রদান করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে : চাঁদপুরের প্রকৃতি ও জীবন ক্লাব, কচুয়ার রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থা, হাজীগঞ্জের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশন ও শাহরাস্তির নোয়াগাঁও নিউ টাইগার ক্লাব। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করায় সম্মাননা পুরস্কার গ্রহণ করেন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি জুয়েল হাজী, সাধারণ সম্পাদক মো. মাসুদ হোসেন, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আল মাহমুদ ও সদস্য মেহেরাব হোসেন নোবেল। এ সময় বিভিন্ন সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি হাবিবুর রহমান বলেন, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যেই আমরা বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শুধু বৃক্ষরোপণ নয়, প্রতি ১৫-২০ দিন পর পর লাগানো গাছগুলো পরিচর্যা করে যাচ্ছে আমাদের সদস্যরা। একটি সবুজ বাংলাদেশ বিনির্মাণে দেশের প্রতিটি মানুষকে গাছ লাগানোর জন্যে উদ্বুদ্ধ করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই, সবাই সবার অবস্থান থেকে গাছ রোপণ এবং এর পরিচর্যা করুক। আমাদের সংগঠনকে মনোনীত করায় আমি উক্ত সংগঠনের পক্ষ থেকে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়