প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৩
শিক্ষার্থীদের মাঝে ক্লিন চাঁদপুরের শিক্ষা উপকরণ ও ডাস্টবিন বিতরণ

স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন চাঁদপুরের উদ্যোগে চাঁদপুর শহরের বড় স্টেশন মাদ্রাসা রোডে অবস্থিত শিশুকল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ডাস্টবিন বিতরণ করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে নয়টায় বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন চাঁদপুরের নেতৃবৃন্দ, বিদ্যালয় এলাকার শিক্ষানুরাগী, শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে উক্ত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শান্ত। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন 'ক্লিন চাঁদপুরে'র প্রতিষ্ঠাতা সভাপতি, রাজনীতিক ও ক্রীড়া সংগঠক অ্যাড. নুরুল আমিন খান আকাশ। তিনি বলেন, আমরা আমাদের সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছি। যার অনেক কিছুই ছিলো অপ্রকাশ্যে। চাঁদপুর শহরকে একটি দূষণমুক্ত নিরাপদ ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে আমাদের সংগঠনের কার্যক্রম সামনের দিনগুলোতে আরো বেগবানভাবে চলবে। যাতে চাঁদপুরের মানুষ প্রাণ খুলে বিশুদ্ধ নিঃশ্বাস নিতে পারে।
তিনি শিশুকল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের হতদরিদ্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ইবাদত কবুলের পূর্ব শর্ত। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাকে আল্লাহ পছন্দ করেন। তাই তোমাদের যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবা। ঘরবাড়ি, স্কুল এবং পাড়া-মহল্লাকেও সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবা। এতে রোগ-জীবাণুমুক্ত জীবনযাপনের মাধ্যমে সুস্থ দেহে সুস্থ মনের অধিকারী হতে পারবা। এই বিদ্যালয় সম্পর্কে আমি অনেক আগে থেকেই জানি। বিদ্যালয়ের অসহায় শিক্ষার্থীদের জন্যে আমার সহযোগিতা ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়া বিদ্যালয়ের ময়লা ডাম্পিং করার জন্যে ডাস্টবিন প্রদান করা হয়।