শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ২২:১৮

অসহায় শীতার্ত মানুষের মাঝে 'ক্লিন চাঁদপুর'-এর শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট॥
অসহায় শীতার্ত মানুষের মাঝে 'ক্লিন চাঁদপুর'-এর শীতবস্ত্র বিতরণ

গত এক সপ্তাহ চাঁদপুরে শীতের তীব্রতা বেড়েছে। শীতে কষ্ট পাওয়া অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র (কম্বল) নিয়ে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর মাঝে এক হাজার শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে নারী-পুরুষসহ বিভিন্ন লোকের হাতে এসব শীতবস্ত্র তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. কোহিনুর রশিদ ও জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্লিন চাঁদপুরের সভাপতি নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরুল কাদের সোহেল।

পিপি কোহিনুর রশিদ তাঁর বক্তব্যে বলেন, আপনাদের বাসা-বাড়িতে এই শীতবস্ত্র পৌঁছে দেয়ার দরকার ছিলো। নানা কারণে দেয়া সম্ভব হয়নি। তবে কলেজের আশপাশের এলাকা হওয়ার কারণে এখানে এনে দেয়া হয়েছে। ক্লিন চাঁদপুর একটি সামাজিক ও মানিবক সংগঠন। সংগঠনটি অসহায় মানুষদের নিয়ে ভাবে এবং কাজ করে। ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাড. নূরুল আমিন খান বিগত দিনেও চাঁদপুরের মানুষের জন্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে কাজ করেছে এবং আগামীতেও করবে।

সভাপতি নূরুল আমিন খান আকাশ বলেন, আমাদের সংগঠন খুবই সুশৃঙ্খল। যে কারণে আপনাদেরকে একই স্থানে এনে শীতবস্ত্র দেয়া হয়েছে। কারণ আমরা সবাই শৃঙ্খলার মধ্যে থাকতে চাই। যদিও আপনাদের কষ্ট হয়েছে। সে জন্যে দুঃখিত। সকলের সহযোগিতা থাকলে ক্লিন চাঁদপুর সবসময় আপনাদের পাশে থাকবে।

শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়