বুধবার, ০৬ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ মে ২০২৫, ১৩:৩০

চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া জেলা পরিষদের সিইও'র অতিরিক্ত দায়িত্ব পেলেন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া জেলা পরিষদের সিইও'র অতিরিক্ত দায়িত্ব পেলেন

সরকারি কর্মকর্তা হিসেবে চাঁদপুরে পোস্টিং জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া।

এ পদে দায়িত্ব পালন করছিলেন তিনি। ৫ ই আগস্ট, ২০২৪ এর

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর

মেয়র ও কাউন্সিলরদের অনুপস্থিতিতে পৌরসভার কাজে স্থবিরতা দেখা দিয়েছে। এমন বাস্তবতায় কাজে গতি আনতে তাকে চাঁদপুর পৌরসভার প্রশাসক নিযুক্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বর্তমানে তিনি বেশ সুনাম ও দক্ষতার সাথে চাঁদপুর পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন।উল্লেখিত দুটি পদ ছাড়াও এখন মো. গোলাম জাকারিয়া কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে চাঁদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (সিইও) নিযুক্ত করা হয়েছে। এ পদে থাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন সম্প্রতি নরসিংদী জেলায় বদলি হয়েছেন। তার জায়গায় ডিডি এলজিডি ও চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়াকে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।

তিনি স্থানীয় সরকার উপ-পরিচালকের পাশাপাশি অতিরিক্ত এই দুইটি দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়