মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:৪২

কচুয়ায় সাংবাদিক ফরহাদ চৌধুরীর কুলখানি

কচুয়ায় সাংবাদিক ফরহাদ চৌধুরীর কুলখানি
বিশেষ প্রতিনিধি

চাঁদপুর কণ্ঠের নিজস্ব (রহিমানগর) প্রতিনিধি প্রয়াত সাংবাদিক ফরহাদ চৌধুরীর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) তাঁর পরিবারের আয়োজনে উপজেলার গোহট চৌধুরী বাড়িতে সকালে কুরআন খতম, বাদ জুমা দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ শেষে তার আত্মার শান্তি কামনা করে কবর জিয়ারত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মিরসরাই দরবার শরীফের পীর সাহেব হাফেজ মাওলানা মেজবাহুল ইসলাম লতিফি।

এ সময় কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর তালুকদার, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদ উল্যাহ, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, হারুন অর রশীদ, চাঁদপুর কণ্ঠের ম্যানেজার সেলিম রেজা, সার্কুলেশন ম্যানেজার সোহাঈদ খান জিয়া, সাংবাদিক মাছুম বিল্লাল, ফয়সাল আহমেদ, মরহুমের ভাই কাউছার চৌধুরী, খালেদ চৌধুরী, কায়েস চৌধুরী ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফরহাদ চৌধুরী সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) ইন্তেকাল করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়