প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৭
ফরিদগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে যুবদল নেতাকে দল থেকে অব্যাহতি

ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেলকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ যুবদলের সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
|আরো খবর
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক ফখরুল আলম পাঠান।
এর আগে গত রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামের সচেতন জনগণ মাদকসহ রাসেলকে প্রশাসনের হাতে সোপর্দ করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাসেলকে ১ মাসের কারাদণ্ড ও নগদ ৫ শ' টাকা জরিমানা প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতো। তার বিরুদ্ধে আগেরও মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। মাদকের সাথে তার সম্পৃক্ততার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে।
এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন বলেন, যুবদল কোনো অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নেবে না। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।