বুধবার, ০৬ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ২০:৩৪

কচুয়ায় বিএনপির গণমিছিল ও সমাবেশ

মো. আলমগীর তালুকদার।।
কচুয়ায় বিএনপির গণমিছিল ও  সমাবেশ
কচুয়ায় বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোশাররফ হোসেন।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষে কচুয়া উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে কচুয়া বিশ্বরোড এলাকায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বৈরী আবহাওয়ায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কচুয়া উপজেলা বিএনপির সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে গণমিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন। এ সময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে দলের ত্যাগী নির্যাতিত নেতারা অবশ্যই মূল্যায়িত হবেন। কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম ও পৌর বিএনপির আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিবের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কচুয়ার কৃতী সন্তান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, অ্যাড. মনিরা চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামসুল আরেফিন খান, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মকবুল হোসেন মিয়াজী, পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব অ্যাড. প্রধানিয়া, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, অ্যাড. বোরহানউদ্দিন, গাজী মিয়া, জেলা ছাত্রদলের সাবেক নেতা হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান, সাধারণ সম্পাদক গাজী রশিদ, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামু, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি আল আমিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান ডলার, মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন দেওয়ান, মোস্তফা কামাল মাস্টার, শরাফত মজুমদার, রেজাউল করিম, ফারুক হোসেন মেম্বার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমাস মিয়াজি, কবির হোসেন পাটোয়ারী, খোরশেদ আলম, জেলা জিয়া মঞ্চের সিনিয়র আহ্বায়ক ফয়েজ আহমেদ রানা, কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী, সমর্থক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়