প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ২৩:৪২
দাসাদীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
মানিক ভাইকে যদি এমপি বানাতে না পারি, ভবিষ্যতে কেউ দলের জন্যে ত্যাগ স্বীকার করবে না
--দেওয়ান সফিকুজ্জামান

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান বলেছেন, চাঁদপুর জেলায় আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক। তৃণমূল পর্যায় থেকে দুঃসময়ে দলকে সুসংগঠিত করেন এবং নেতাকর্মীদের সুখে দুঃখে বিপদে আপদে আগলে রেখেছেন।চাঁদপুর-৩ আসনে বিএনপির ধানের শীষের অবিকল্প প্রার্থী কেবলই শেখ ফরিদ আহমেদ মানিক। যিনি ১৭ টি বছর নিজের শ্রম-ঘাম-মেধা, অর্থবিত্ত খরচ করে দলের নেতা-কর্মীর জন্যে কাজ করে চলেছেন। তাঁকে যদি এমপি বানাতে না পারি, তাহলে ভবিষ্যতে কেউ দলের জন্যে ত্যাগ স্বীকার করবে না।
|আরো খবর
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকেলে চাঁদপুর সদর উপজেলার দাসাদী মাদ্রাসা মিলনায়তনে কল্যাণপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ৩, ৮ ও ৯নং ওয়ার্ড এলাকায় বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেওয়ান সফিকুজ্জামান আরো বলেন, এই কর্মসূচির লক্ষ্য হবে যারা নতুন ভোটার অর্থাৎ তরুণদের আরো বেশি বেশি দলে অন্তর্ভুক্ত করে জনগণকে নির্বাচনমুখী করা। তাই সাধারণ জনগণকে সম্পৃক্ত করে নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের কর্মসূচিকেও ব্যাপকভাবে মাঠ পর্যায়ে নিয়ে যেতে হবে। এছাড়া বিএনপি'র ৩১ দফা সংস্কারের প্রস্তাব জনগণের মাঝে আরও ব্যাপকভাবে তুলে ধরতে হবে। এজন্যে প্রতিটি নেতাকর্মীকে দলের ঐক্য বজায় রাখতে এবং মানিক ভাইকে এমপি বানাতে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, বিএনপির মূল টার্গেট হচ্ছে যথাসময়ে জাতীয় নির্বাচন এবং সেজন্যে দ্রুত তফসিল। লন্ডন বৈঠকে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন চাই।
ভোটের দাবিতে আমরা দীর্ঘ ১৬ বছর রাজপথে আন্দোলন করেছি, এখনো আন্দোলনে আছি। এর পরিপূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো। দল ও সংগঠন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সবকিছু মোকাবেলা করার জন্যে চাঁদপুরের বিএনপি প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর।
কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম খানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন ভাট, সহ-সভাপতি জামাল পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত তালুকদার, নাজির খান, কল্যাণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সোহাগ খান, কল্যাণপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিরাজ প্রধানীয়া, সাধারণ সম্পাদক সবুজ খান, সিনিয়র সহ-সভাপতি তারেক প্রধানীয়া, সাংগঠনিক সম্পাদক নাঈম গাজী, স্বেচ্ছাসেবক দলের নেতা আতিক খান, রাশেদ হাওলাদার, মো. রাজু গাজী, যুবনেতা ফরহাদ খান, হেলাল ডাক্তার, মোস্তফা গাজী সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতৃবৃন্দ।