প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০১:১১
চাঁদপুর জেলা পুলিশের জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
শ্রদ্ধা, সম্মান আর সংবর্ধনায় স্মরণ করা হলো শহীদ ও জুলাই যোদ্ধাদের

ছবিঃ চাঁদপুরে জুলাই অভ্যুত্থানে নিহতদের কবরে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। পাশে কবর জিয়ারত করছেন জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন করেছে চাঁদপুর জেলা পুলিশ।
|আরো খবর
সকাল ৯ টায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদের স্মরণে শ্রদ্ধা, স্মরণ ও সম্মানের সাথে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
পরবর্তীতে সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুর-এর অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫' উপলক্ষে জুলাই-শহীদ পরিবার ও জুলাই-যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠানে পুলিশ সুপার যোগদান করেন।
চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে পুলিশ সুপার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত এবং অংশগ্রহণকারী সম্মুখসারির বীরদের সম্মিলন ও সংবর্ধনা প্রদানের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে চাঁদপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ডিসিকে/এমজেডএইচ