প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ২৩:৫২
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ পালন

চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে পালিত হয়েছে 'জুলাই পুনর্জাগরণ ২০২৫'। 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই'—এই প্রতিপাদ্য সামনে রেখে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার্থীদের মাঝে জাগ্রত করা হয় সৃজনশীলতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ।
|আরো খবর
দিনের শুরুতেই কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয় আয়োজনের। অধ্যক্ষ মো. মোশারফ হোসেনের নেতৃত্বে রোপণ করা হয় সুপারি গাছের চারা। এ সময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য শাহ আলম মজুমদার, সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, মামুনুর রহমান, সবিতা বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমানসহ শিক্ষকবৃন্দ।
অধ্যক্ষ মো. মোশারফ হোসেন তাঁর বক্তব্যে বলেন, “একটি গাছ মানেই একটি প্রাণ। আর একটি প্রাণ মানেই জীবনের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ব।”
পরবর্তীতে অনুষ্ঠিত হয় গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিক্ষার্থীরা তাদের স্বপ্নের বাংলাদেশকে ফুটিয়ে তোলে জলবায়ু পরিবর্তন, মুক্তিযুদ্ধ ও নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি নিয়ে। এক বিচারক বলেন, “এই চিত্রগুলো শুধু ক্যানভাসে নয়, আমাদের চেতনার গায়েও আঁকা হয়ে থাকে।”
এরপর রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয় ‘আমার বদলে যাওয়া বাংলাদেশ’, ‘স্বাধীনতার মানে’ ও ‘আমি শিক্ষার্থী, আমি পথপ্রদর্শক’—এই সব বিষয়কে কেন্দ্র করে। শিক্ষার্থীদের আবৃত্তি ও লেখনীতে উঠে আসে সময়ের বাস্তবতা ও পরিবর্তনের প্রত্যয়। এক শিক্ষার্থী আবৃত্তি করতে গিয়ে বলেন, “আমরা শুধু বই পড়ি না, দেশটাকেও পড়ি এবং লিখি।”
দিনব্যাপী অনুষ্ঠানে ছিলো বিভিন্ন দলগত খেলা ও প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা ফুটিয়ে তোলে নেতৃত্ব, সমন্বয় ও একতার চেতনা। এতে প্রমাণ হয়, শিক্ষা শুধু পুঁথিগত জ্ঞান নয়—চরিত্র ও মানবিকতার বাস্তব চর্চাও।
দিনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় ৫ আগস্টের শহীদদের স্মরণে এক হৃদয়গ্রাহী দোয়া মাহফিল। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের 'ছোট হুজুর'। এ সময় সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, “জাতির জন্যে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ আমাদের প্রেরণা। শিক্ষা, সততা ও দেশপ্রেমের আদর্শেই আমরা গড়ে তুলবো নতুন বাংলাদেশ।”
সবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় উপহার সামগ্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. মোশারফ হোসেন এবং সঞ্চালনা করেন শিক্ষক মাসুদুর রহমান।
সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, “এই প্রজন্মই একদিন দেশ বদলাবে। তাদের চিন্তা, কল্পনা, সৃজনশীলতা যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে গড়ে উঠবে এক নতুন বাংলাদেশ।”
সারাদিনের আয়োজন শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখরিত করে তোলে প্রতিষ্ঠান প্রাঙ্গণ। ছবির ফ্রেমে বন্দি হয় শিক্ষার্থীদের উচ্ছ্বাস, শিক্ষকদের ভালোবাসা এবং নতুন আগামীর স্বপ্ন।