মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১০:৪১

রাজনীতিকরা এমন হওয়াই উচিত

অনলাইন ডেস্ক
রাজনীতিকরা এমন হওয়াই উচিত

গতকাল চাঁদপুর কণ্ঠে ‘বিএনপি নেতা সিদ্দিকুর রহমানের অর্থায়নে রাজারগাঁওয়ের বিভিন্ন রাস্তা সংস্কার’ শিরোনামের একটি সংবাদে অনেক পাঠকের মন ভরেছে। সংবাদটিতে আলমগীর কবির লিখেছেন, হাজীগঞ্জের রাজারগাঁও এবং ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গত ক’দিনের একটানা বৃষ্টির পানি রাস্তার ওপর জমে কাদাযুক্ত হওয়ায় যান চলাচল তো দূরের কথা, মানুষও চলাচল করতে পারছে না। সেই ভাঙ্গাচুরা রাস্তাগুলো নিজের অর্থায়নে ইট, বালু দিয়ে সংস্কার করে দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সমাজসেবক মো. সিদ্দিকুর রহমান। যে সমস্ত রাস্তা সংস্কার করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য : মেনাপুর বাজার থেকে ডিঙ্গাভাঙ্গা রাস্তা পর্যন্ত, পশ্চিম রাজারগাঁও আল আমিন বাজার থেকে বাকরা রাস্তা পর্যন্ত, পশ্চিম রাজারগাঁও বকাউল বাড়ি থেকে পিপিয়া হয়ে ডিঙ্গাভাঙ্গা রাস্তা পর্যন্ত ও রাজারগাঁও বাজারের বড় ব্রিজ থেকে পশ্চিম রাজারগাঁও গ্রাম হয়ে ঘোড়াধারী রাস্তা পর্যন্ত। এছাড়া রাজারগাঁও-মহামায়া সড়ক থেকে দক্ষিণ রাজারগাঁও শেখ বাড়ি পর্যন্ত, মেনাপুর তিন রাস্তা থেকে সিংগাইর মিজান ডাক্তারের বাড়ি পর্যন্ত। নৈরাইন রাস্তা, পশ্চিম রাজারগাঁও হায়দার আলী মাদ্রাসা থেকে পশ্চিম রাজারগাঁও হয়ে মহামায়া-রাজারগাঁও রাস্তা পর্যন্ত সংস্কার কাজ চলমান। এগুলোর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন হবে বলে জানানো হয়। রাস্তা সংস্কার হওয়ায় স্থানীয়রা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই আমাদের দুর্ভোগের অন্ত থাকে না। হাঁটু পরিমাণ কাদাযুক্ত থাকে। এ বছর সিদ্দিকুর রহমান নিজ অর্থায়নে সংস্কার করে দেয়ায় কিছুটা হলেও মানুষের কষ্ট লাঘব হয়েছে। সিদ্দিকুর রহমান বলেন, দীর্ঘদিন যাবত আমাদের ইউনিয়নের রাস্তাগুলো সংস্কার করা হয়নি। তাই এটি আমার ক্ষুদ্র চেষ্টা। আগামীতে আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমরা জানি না, সড়ক সংস্কারে রাজারগাঁওয়ের সিদ্দিকুর রহমানের অর্থায়নের মাধ্যমে সেবা প্রদানের কাজটি নিঃস্বার্থ কিনা। যদি নিঃস্বার্থ হয়ে থাকে, তাহলে অনেক ভালো। আর যদি স্বার্থ সংশ্লিষ্ট হয়েও থাকে, তাহলে এই সেবা দুর্দিনে বন্ধুর ভূমিকার মতোই। আমরা মনে করি, রাজনীতিক মানেই জনবান্ধব হওয়া উচিত। জনগণের সুখে-দুঃখে পাশে থাকার মানসিকতা লালন করা উচিত। কথা হলো, আমরা তো সমাজে সিদ্দিকুর রহমানের মতো রাজনীতিকের দেখা খুবই কম পাই। প্রতিশ্রুতি, আশ্বাস তথা ‘লিপ সার্ভিস’ প্রদানকারী রাজনীতিকের সংখ্যাই বেশি। এদের অধিকাংশই বলে, আমার দল ক্ষমতাসীন হলে সমস্যার সমাধান করে দেবো, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেবো। জাতীয় সংসদ কিংবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হলে তো বলে, আমি নির্বাচিত হলে কোনো সমস্যাই আর থাকবে না। অথচ এমন প্রার্থী নির্বাচিত হবার আগে ব্যক্তি উদ্যোগে কিংবা সমমনাদের সাথে নিয়ে সম্মিলিতভাবে অনুদান প্রদানের মাধ্যমে কিংবা চিত্তবান/বিত্তবান মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহের মাধ্যমে লাখ টাকার কাজও করে দেখাতে পারে না। কিন্তু মনোনয়ন প্রাপ্তির জন্যে মনোনয়ন প্রদানকারী নেতার পেছনে লাখ লাখ তো বটেই, কোটি কোটি টাকা খরচেও কসুর করেন না। এমন নেতা কিন্তু রাজারগাঁওয়ের সিদ্দিকুর রহমান নন। তিনি স্রোতের বিপরীতে থেকে নিজ এলাকার রাস্তার দুরবস্থা নিরসনে ব্যক্তিগত অর্থায়নে যা করছেন, সেটা যদি কোনো স্বার্থ সংশ্লিষ্টও হয়, তারপরও তিনি অনেক ধন্যবাদ পাওয়ার যোগ্য। অকপটে আমাদের বলতেই হবে, রাজনীতিক আসলে এমন হওয়াই উচিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়