রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০১:১৩

শহীদ সিয়াম সর্দারের কবর জিয়ারত করলেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ

চাঁদপুরে মিলাদ, দোয়া ও কবর জিয়ারতে নেতৃবৃন্দের অংশগ্রহণ

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
চাঁদপুরে মিলাদ, দোয়া ও কবর জিয়ারতে নেতৃবৃন্দের অংশগ্রহণ
ছবি :গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ

জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বুলেটের আঘাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন সিয়াম সরদার।

চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের সোহাগ সরদারের ছেলে

সিয়াম সরদার (ওরফে জিহাদ) (১৭)-এর রুহের মাগফেরাত কামনায়

দক্ষিণ হামানকর্দ্দি জামে মসজিদে সোমবার (২৮ জুলাই ২০২৫) বাদ আসর চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

এতে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, সদস্য সচিব মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মো. জাকির হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, ওমর সালমান,

জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচএম শরীফ হোসেন, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব আলামিন সুমন,

পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাসুদ রানা নিশান, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,

১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়ক মাহাবুব অলিউল্লাহসহ ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিগণ।

দোয়া শেষে সবাই তার কবর জিয়ারত করেন এবং পরিবারের সাথে কথা বলেন নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমরান হোসেন।

“আমার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে, আমি গর্বিত” — সিয়ামের বাবা

সিয়াম সরদারের বাবা বলেন, আমার একমাত্র ছেলে দেশের কল্যাণের জন্যে শহীদ হয়েছেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

আমি একজন দিনমজুর কৃষক, আমার ছেলে সিয়াম টাইলস মিস্ত্রির কাজ করতো।

২৪-এর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ১৮ জুলাই ঢাকায় মিরপুর ১০ বেনারসী মার্কেটের সামনে আন্দোলনরত অবস্থায় বুলেটের আঘাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন।

ডআমার ছেলের বাম চোখ দিয়ে বুলেট ঢুকে পেছন দিয়ে বের হয়ে যায়। কতো না কষ্ট পেয়েছে আমার ছেলেটা।

আমরা খবর পেয়েছি ঐদিন রাত পৌনে বারোটার সময়, পরদিন শুক্রবার জানাজা শেষে তাকে দাফন করেছি।

একমাত্র ছেলেকে হারিয়েছি দুঃখ নেই, কারণ আমার ছেলের মতো আরো শত শত দেশপ্রেমী জীবন দিয়েছেন এবং দেশকে স্বৈরাচারমুক্ত করেছেন।

আমার ছেলেসহ সকল শহীদের জন্যে আমি দোয়া চাচ্ছি, আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে বেহেশত নসিব করেন।

সরকার, বিরোধী দল ও ইসলামী নেতাদের প্রতি কৃতজ্ঞতা পরিবারের

সিয়ামের বোন হাসি ইসলাম জানান, সরকার থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। এছাড়াও বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দও আমাদের খোঁজ খবর নিয়েছেন।

আমরা সরকার, প্রশাসন ও আপনারাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়