বুধবার, ১৩ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৯:৩৪

ফরিদগঞ্জের আমিরাবাজারে মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভা

সর্বস্তরের জনগণকে নিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

প্রবীর চক্রবর্তী।।
সর্বস্তরের জনগণকে নিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুবসমাজকে বাঁচান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলার ফরিদগঞ্জ-রূপসা-ব্রহ্মপাড়া সড়কের আমিরাবাজার এলাকায় বিষুরবন্দ সামাজিক উন্নয়ন সংঘ ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে এই সমাবেশে শিক্ষার্থী, তরুণ ও যুবসমাজের কয়েক শ' লোকজন অংশগ্রহণ করেন। সমাবেশে বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজনও অংশ নেন।

বিষুরবন্দ সামাজিক উন্নয়ন সংঘের সভাপতি শরীফ হোসেন বেপারীর সভাপতিত্বে ও নাসির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ হোসেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি ফারুক খান, রূপসা বাজার ব্যবসায়ী কমিটির নেতা নুর হোসেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন মুন্না, যুগ্ম আহ্বায়ক কাজী জাকির হোসেন, নাজির উল্লাহ, কাজী কামাল হোসেন, মো. ইসমাইল সর্দার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক কাজী মোজাম্মেল, ফরিদগঞ্জ থানার এএসআই সাকিল এবং গণমাধ্যমকর্মীদের পক্ষে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।

সভায় বক্তারা বলেন, আমরা এই অঞ্চলের মানুষ মাদকসেবী ও ব্যবসায়ীদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছি। মাদকের বিরুদ্ধে কথা বললে মামলার হুমকি ও চাঁদাবাজির মামলায় জড়িয়ে দেওয়ার অপচেষ্টার ঘটনা ঘটেছে। তাই বিষুরবন্দ সামাজিক উন্নয়ন সংঘের আহ্বানে আজ আমরা এখানে সমবেত হয়েছি। মাদকের বিষয়ে কোনো রাজনীতি চলবে না। এর বিরুদ্ধে আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলবো। এজন্যে আমাদের সবাইকে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের বিশ্বাস, প্রশাসন এবং গণমাধ্যমও আমাদের সাথে একাত্মতা পোষণ করে সহযোগিতা করবে। আজকের এই সভা থেকে আমরা সর্বস্তরের লোকজনকে নিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করছি। কেউ যদি মাদক ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়, প্রয়োজনে আমরা তাকে সহযোগিতা করবো। কিন্তু মাদক সেবন ও ব্যবসা করতে দেওয়া হবে না। আজকের এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে সর্বস্তরের মানুষের বিশেষ করে তরুণ সমাজের উপস্থিতি আমাদের আলোড়িত করেছে। আশা করছি, মাদকের বিরুদ্ধে এবার আমরা বড়ো ধরনের সামাজিক আন্দোলন গড়ে তুলতে সক্ষম হবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়