প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ২১:৩৪
মতলব বাজারে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
৬৫ হাজার টাকা জরিমানা

মতলব সদর বাজারের অবৈধভাবে দখলে রাখা বিভিন্ন ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।সোমবার (৪ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
|আরো খবর
সরজমিনে দেখা গেছে, মতলব বাজারের প্রধান সড়ক অগ্রণী ব্যাংক রোডের ফুটপাত বিভিন্ন দোকানদারের মালামাল ও চৌকি, ফলপট্টি ও মনোহর পট্টির ফুটপাত দখলে ব্যবহৃত তাক ও চৌকি, বড় মসজিদ রোডের মুদি ব্যবসায়ীদের ফুটপাতে মালামাল রাখা বিভিন্ন সরঞ্জামাদি উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. সালেহ আহম্মেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আহম্মেদসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, বাজারের ফুটপাত দখল করে ব্যবসায়ীদের অস্থায়ী দোকানপাট, চৌকি, মালামাল সরিয়ে নেয়ার জন্যে আগেই তাদেরকে সতর্ক করা হয়েছিল। কিন্তু ব্যবসায়ীরা নির্দেশনা অমান্য করে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি করেছে। তাই আজ আমরা সতর্কতামূলকভাবে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।