মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৭:৫৪

চাঁদপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন

সরকারের লক্ষ্য হচ্ছে ভূমি সেবাকে পুরোপুরি অনলাইনভিত্তিক করা .........জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

কবির হোসেন মিজি ॥
সরকারের লক্ষ্য হচ্ছে ভূমি সেবাকে পুরোপুরি অনলাইনভিত্তিক করা  .........জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুরে ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) বিকেলে শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় সৌদিয়া সিটি মার্কেটের নিচ তলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এ সময় জেলা প্রশাসক বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে ভূমি সেবাকে পুরোপুরি অনলাইন ভিত্তিক করা। এতে একদিকে যেমন সেবাগ্রহণকারীরা ঘরে বসে আবেদন করতে পারবেন, তেমনি দুর্নীতির সুযোগও কমে যাবে। তবে এর জন্যে জনগণকেও সচেতন হতে হবে। ভূমি সংক্রান্ত যে কোনো আবেদন অনলাইনে করতে হবে, তাহলেই সেবা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, এই কেন্দ্র থেকে ভূমি সংক্রান্ত যাবতীয় অনলাইন সেবা, মিউটেশন আবেদন, নামজারি, খাজনা পরিশোধসহ বিভিন্ন কার্যক্রম সহজে সম্পন্ন করা যাবে। এতে সেবাগ্রহণকারীরা সরকারি অফিসে অযথা ভোগান্তি ছাড়াই প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকরামুল ছিদ্দিক, জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর অমৃত দেবনাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসেন খান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ। এছাড়াও উপস্থিত ছিলেন এইচ আর কম্পিউটার্স এন্ড সিসি ক্যামেরা প্রতিষ্ঠান ও ভূমি সেবা কেন্দ্র পরিচালক রিয়াজুল ইসলাম রাফি, মো. আব্দুল আজিজ, আব্দুল আল নাঈম ও মো. তুহিন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণের প্রক্রিয়া হবে দ্রুত, সাশ্রয়ী ও আধুনিক, যা চাঁদপুরবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়