প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৮:০৯
কুমিল্লায় জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রকাশ

জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে
|আরো খবর
গেলো বৃহস্পতিবার সদর দক্ষিণ উপজেলার কমলপুর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত কানুনগো মো. আবুল হাসেম মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আমান উদ্দিন চৌধুরী ও সাবেক সদস্য গিয়াস উদ্দিন সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় অষ্টম শ্রেণী এবং রানার আপ হয় নবম শ্রেণী। নবম শ্রেণির শিক্ষার্থী মাহমুদা আক্তার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।