মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৬:৪৬

মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হবার ৪ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥
মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হবার ৪ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার

চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়নে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে আকবর বেপারী নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ৪ ঘণ্টা ধরে অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকাল ১০টার দিকে ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬নং ওয়ার্ডের বেপারী বাড়ির বাসিন্দা আকবর বেপারী মঙ্গলবার সকালে

গোসলের জন্যে মেঘনা নদীতে নামার কিছুক্ষণ পর আর উপরে উঠেননি। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে চার ঘণ্টা চেষ্টার পর বেলা প্রায় ২টার দিকে নদীতে তার মরদেহ ভেসে উঠে।

হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়