প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২০:৫১
কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিন্টু।
|আরো খবর
কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক। এ সময় কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী ও কুমিল্লা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডনেটর মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন জেলার আগত প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিভিন্ন জাতের চারা রোপণসহ শপথ বাক্য পাঠ করা হয়।