মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২০:৪৪

নবাগত নির্বাহী কর্মকর্তার সাথে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

মো. ফয়সাল আহমদ
নবাগত নির্বাহী কর্মকর্তার সাথে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

শাহরাস্তি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের সাথে শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভায় শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের নেতৃত্বে সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনসহ অন্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নবাগত ইউএনও নাজিয়া হোসেন বলেন, "শাহরাস্তির সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনকে সহায়তা করবেন। সাংবাদিকদের সহযোগিতায় দুর্নীতি, অনিয়ম ও সামাজিক সমস্যা রোধে আমরা আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবো।"

প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে বলেন, আমরা সাংবাদিক সমাজ প্রশাসনের উন্নয়নমূলক কাজগুলোর প্রচারে পাশে থাকবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়