মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৭:৪৬

আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শাহরাস্তি প্রেসক্লাবের মানববন্ধন

শাহরাস্তি ব্যুরো।।
আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শাহরাস্তি প্রেসক্লাবের মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও সারাদেশে সাংবাদিক হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) দুপুরে শাহরাস্তি উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল। তিনি বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন ও কার্যনির্বাহী সদস্য মো. ফয়েজ আহমেদ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সকল সদস্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়