প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৯:৫০
ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ১

ফরিদগঞ্জ থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিনের সার্বিক দিক-নির্দেশনায় অত্র থানার এসআই মো. হেলাল উদ্দিন ও সেনাবাহিনী যৌথ এ অভিযান পরিচালনা করে। এতে ফরিদগঞ্জ থানাধীন সাবেহগঞ্জ এলাকায় রাত অনুমান সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী মো. ইলিয়াছ উদ্দিন রুবেল (৩২), পিতা-মো. মনিরুল ইসলাম, মাতা-মৃত জাহানারা বেগম, সাং-উত্তর সাহেবগঞ্জ, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আসামীকে মাদক আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।








