প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১২:১২
শাহরাস্তিতে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ৩১ দফার বিকল্প নেই : সাবেক মেয়র মোস্তফা কামাল

চিতোষী পূর্ব ইউনিয়নের আয়নাতলি ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও সদস্য নবায়ন কর্মসূচি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামাল বলেছেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশ মোতাবেক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে ৩১ দফার বিকল্প নেই। যারা আজ সংস্কারের কথা বলছেন, তার বহু আগেই তারেক রহমান ৩১ দফা সংস্কারের রূপরেখা দিয়েছেন। ৩১ দফায় রাষ্ট্র কাঠামো মেরামতের সম্পূর্ণ নির্দেশনা রয়েছে। ৩১ দফা বাস্তবায়ন করা হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে। তিনি আরো বলেন, জনগণের আস্থা অর্জন করতে হবে। জনগণ অধীর আগ্রহে বিএনপির দিকে তাকিয়ে আছে। আমাদেরকে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। সকল নেতা-কর্মী সতর্ক থাকতে হবে, যাতে কোনো ষড়যন্ত্রকারী সুবিধা নিতে না পারে। তারেক রহমানের বিশ্বস্ত ও আস্থাভাজন আমাদের প্রিয় নেতা আনোয়ার হোসেন খোকন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধকে থাকতে হবে। সোমবার (৪ আগস্ট ২০২৫) বিকেলে বিএনপি নেতা কাজল পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সম্রাটের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলম, মনির হোসেন মিয়াজী, ইউনিয়নের সাবেক সভাপতি মনির হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মোবারক হোসেন সোহেল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফারুক হোসেন বাচ্চু, বিএনপি নেতা আ. মান্নান, মিজানুর রহমান, জামাল হোসেন, কবির হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ, যুবদল নেতা সালাউদ্দিন সুজন, খায়রুদ্দিন সুমন, আবুল বরাত, আলমগীর হোসেন, মোতাহের হোসেন, শাহ্ আলম প্রমুখ।