মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০০:১৬

শাহতলী কামিল মাদরাসায় অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার॥
শাহতলী কামিল মাদরাসায় অভিভাবক সমাবেশ ও কৃতী  শিক্ষার্থীদের সংবর্ধনা
শাহতলী কামিল মাদরাসার অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির নবাগত সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার আয়োজনে অভিভাবক সমাবেশ, নবাগত গভর্নিং বডি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট ২০২৫) সকাল ১১টায় মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির নবাগত সভাপতি চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি বলেন, এ মাদরাসাটি শত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে এলাকার অনেকেই ভূমিকা ও অবদান রেখেছেন। এ প্রতিষ্ঠানে একাডেমিক ভবন সংকট ছিল। তা সমাধান হয়েছে। আমরা একটি ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন করেছি। আমরা গভর্নিং বডি সকলে চাই ভালো ফলাফল। আমরা শিক্ষার্থীদের সকল সুবিধা দেবো। তাই আমরা আপনাদের কাছ থেকে কোয়ালিটিপূর্ণ ফলাফল চাই। চাঁদপুর জেলা শিক্ষা অফিসার যে গাইডলাইন দিয়েছেন, তার সাথে আমরা গভর্নিং বডি একমত। তিনি আরো বলেন, মোবাইলে ছাত্র-ছাত্রীরা আসক্ত হয়ে গেছে, তাই শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে হবে। আপনারা অভিভাবকরা তা নিশ্চিত করবেন। শিক্ষার্থীরা মাদরাসায় আসছে কিনা সে খোঁজখবর আপনারা রাখবেন। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করলে কোনো শিক্ষার্থী ফেল করবে না। ইবতেদায়ীতে ভর্তি হলে কামিল সম্পন্ন করতে পারবে এখান থেকে। গভর্নিং বডি, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় মাদরাসার শিক্ষার মান উন্নয়নে এগিয়ে যেতে হবে। জুলাই ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

মাদরাসার সহকারী অধ্যাপক ও মাদরাসার গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো. কামাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন গভর্নিং বডির সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের খান, প্রধান মুহাদ্দিস ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা মোহাম্মদ আখতার, মোহাম্মদ কামরুজ্জামান পাটওয়ারী, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য অ্যাড. আবুল কালাম আজাদ, হাফেজ মো. জাকির হোসাইন তপাদার, সিনিয়র মৌলভী হাফেজ মাওলানা জহিরুল হক, সিনিয়র শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা মিজানুর রহমান, গভর্নিং বডির অভিভাবক সদস্য মো. শহিদুল ইসলাম, অভিভাবক সদস্য মো. আবুল কালাম আজাদ, মাদরাসার অভিভাবক ও প্রাক্তন ছাত্র মাওলানা হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা এমদাদ উল্লাহ, সহকারী অধ্যাপক মোহাম্মদুল্লা, সিনিয়র প্রভাষক মাওলানা এএনএম হেলাল উদ্দিন, সিনিয়র প্রভাষক মো. বেলায়েত হোসেন মিজি, আরবী প্রভাষক মাওলানা নাজির হোসাইন প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আলিম ১ম বর্ষের ছাত্র আবু রায়হান। অনুষ্ঠানে নবাগত গভর্নিং বডিকে ফুলেল শুভেচ্ছার পর দাখিল ২০২৫, আলিম ২০২৪ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান মাদ্রাসার গভর্নিং বডির নবাগত সভাপতি সোহেল রুশদীসহ গভর্নিং বডির সদস্য ও শিক্ষকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়