প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ২০:৪০
গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে বোরকা বিতরণ

শনিবার (২ আগস্ট ২০২৫) ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া মোহাম্মদিয়া মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বোরকা বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা ও মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ মোহেব্বুল্লাহ খান।
|আরো খবর
উপস্থিত ছিলেন গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল বাতেন, কাওনিয়া ওয়াই এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন আহমেদ, মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুল ও মোহাম্মদীয়া মহিলা আলিম মাদ্রাসার দাতা সদস্য নেছার আহমেদ খান ও নজির আহমেদ খান। আরো উপস্থিত ছিলেন মাওলানা সফিকুর রহমান খান, খোকন আহমদ খান, আবদুল লতিফ খান, মাওলানা মোহাম্মদ ইয়াহহিয়া, ইব্রাহিম হোসেন, হাফিজ আহমেদ, আমিনুল ইসলাম জুনায়েদ, মুরাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মরহুম মৌলভী নূর মোহাম্মদ খান শিক্ষা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. মোহাম্মদ মোহেব্বুল্লাহ খান তাঁর বক্তব্যে বলেন, স্কুলের শিক্ষার্থীদের বছরের শুরুতেই স্কুল ড্রেস প্রদান করা হলেও মাদ্রাসার শিক্ষার্থীদের বোরকা প্রদানের জন্যে প্রস্তুত করে আনুষ্ঠানিকতা সম্পন্নের কাজ বিলম্বিত হয়। তিনি বলেন, অত্র শিক্ষা কমপ্লেক্সের শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নসহ পোশাক ও সহায়ক সামগ্রী বিনামূল্যে বিতরণ করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর শিক্ষা অর্জন বাধাগ্রস্ত হবে না।
উল্লেখ্য যে, গত বছর মোহাম্মদীয়া মহিলা আলিম মাদ্রাসায় ১১০ জন এবং এ বছর ৫৩ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বোরকা বিতরণ করা হয়।