সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৭:৪০

বাগাদী থেকে আওয়ামী লীগের দু প্রভাবশালী নেতা আটক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
বাগাদী থেকে  আওয়ামী লীগের দু প্রভাবশালী নেতা আটক
বাগাদী থেকে আটক আওয়ামী লীগের দু নেতা আক্তার খান ও জাকির খান

চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগের দু প্রভাবশালী নেতাকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এদিকে এই দু নেতাকে আটকের পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কারণ গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে এ দু নেতা এলাকায় দিব্যি প্রকাশ্যে ঘুরে বেড়ানোর কারণে হতাশ ছিলেন স্থানীয় জনগণ।

জানা যায়,

রোববার (৩ আগস্ট ২০২৫) দিবাগত গভীর রাতে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়ার সরাসরি নেতৃত্বে মডেল থানার একদল পুলিশ এ

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন খান এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খানকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন।

এদিকে আওয়ামী লীগের এই দু নেতা আটকের খবরে একটি রাজনৈতিক দলের মধ্যম সারির বেশ ক'জন নেতা ও বিভিন্ন মহল জোরালো তৎপরতা চালায় তাদের ছাড়িয়ে নিতে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্তার হোসেন খান বাগাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত আলী আকবর খানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অন্যদিকে জাকির হোসেন খান বাগাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নুরুল ইসলাম খানের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযোগ রয়েছে, বাগাদীর প্রসিদ্ধ গরুর হাট দীর্ঘদিন ধরে এই জাকিরের নিয়ন্ত্রণে ছিলো এবং তার নেতৃত্বে প্রতি বছর গরুর হাটটি প্রভাব খাটিয়ে ইজারা নিতো ।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া বলেন “আটককৃতদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত রাজনৈতিক মামলায় তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এই বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে, তাই তাদেরকে সংশ্লিষ্ট রাজনৈতিক মামলায় আদালতে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়