সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ২১:০৭

বালিয়া ১নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

বিএনপি এ দেশের মাটি ও মানুষের দল ..........আলহাজ্ব মো. মোশারফ হোসাইন

স্টাফ রিপোর্টার
বিএনপি এ দেশের মাটি  ও  মানুষের দল ..........আলহাজ্ব মো. মোশারফ হোসাইন

চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট ২০২৫) বিকেলে প্রধান অতিথি হিসেবে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসাইন।

এ সময় তিনি বলেন, বিএনপি এ দেশের মাটি ও মানুষের দল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। গত ১৭ বছর বিএনপির উপর যে নির্যাতন হয়েছে, বেগম খালেদা জিয়া কি পালিয়ে গেছে? তারেক রহমানকে দেশে আসতে দেয়নি। ওয়ান ইলেভেনের সরকার বেগম খালেদা জিয়াকে বলেছিলো, আপনি আমাদের সমর্থন দেন।আমরা আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। কিন্তু তিনি তাদের সাথে আপস করেননি। তাঁর দুই ছেলেকে হত্যার হুমকি দেয়া হয়েছিলো। তিনি বলেছেন, আমার দুই ছেলেকে মেরে ফেলো, আমার হাজারো সন্তান আছে। আমরা ভাগ্যবান, আমরা এমন একটি দলের সদস্য। এ দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। গত ১৭ বছর এই সত্যটি কেউ বলতে পারেনি।

তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান আপনাদের জন্যে ৩১ দফা দিয়েছে। আজকে দেশে একটি লোক দাঁড়িয়ে বলতে পারেনি আমি আওয়ামী লীগ করি। শেখ মুজিবের জানাজায় পর্যন্ত লোক হয়নি। কাজেই বিএনপি ও আওয়ামী লীগ এক নয়। আজকে অনেকে ভুলে গেছে আমাদের নেতা জিয়াউর রহমান তাদেরকে এদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। এই সদস্য ফরম আপনাদের জন্যে অনেক গুরুত্বপূর্ণ। আপনারা ১৭ বছর কষ্ট করেছেন। কাজেই আপনারা সবাই অবশ্যই সদস্য হবেন। এই সদস্য ফরম আমাদের নেতা তারেক রহমানের কাছে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, সদস্য শরীফ আহমেদ খান ও গাজী মো. মাসুদ রায়হান ।

বালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোহাব্বত খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন গাজীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক কাজী মো. আলাউদ্দিন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ মোর্শেদসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ।

পরে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ উপস্থিত নেতা-কর্মীদের হাতে সদস্য ফরম তুলে দেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা জাকির তালুকদার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়