শনিবার, ০২ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৫:২৪

চাঁদপুর রোটারী ক্লাবে অ্যাসেম্বলি সম্পন্ন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুর রোটারী ক্লাবে অ্যাসেম্বলি সম্পন্ন

চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে শুক্রবার (১ আগস্ট ২০২৫) রাতে রোটারী ভবনের ডা. নুরুর রহমান কনফারেন্স হলে ক্লাব অ্যাসেম্বলি সম্পন্ন হয়েছে। এতে ক্লাবের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

ক্লাব সভাপতি রোটারিয়ান মো. মোস্তফা (ফুল মিয়া)-এর সভাপ্রধানে ও অবৈতনিক সচিব রোটা. নাজিমুল ইসলাম এমিলের সার্বিক তত্ত্বাবধানে গেস্ট স্পীকার ছিলেন অ্যাসিস্টেন্ট কান্ট্রি কো-অর্ডিনেটর (ডি-৬৪) ও রোটারী ক্লাব অব ঢাকা আড়ংয়ের চার্টার প্রেসিডেন্ট রোটা. ফরিদুল আলম নিউটন, রিপসা টিম (ডি-৬৪)-এর স্পেশাল এইড, রোটারী ক্লাব অব ঢাকা মিডটাউনের সাবেক সভাপতি রোটা. একেএম মহিউদ্দিন পলাশ ও রোটা. আসাদুজ্জামান রাসেল, প্রাক্তন সভাপতি, রোটারী ক্লাব অব ঢাকা প্রিমিয়ার। অ্যাসেম্বলি সঞ্চালনা করেন সেন্ট্রাল টিম (ডি-৬৪ ও৬৫)-এর কো-চেয়ার, চাঁদপুর রোটারী ক্লাবের ক্লাব ফ্যাসিলিটেটর, সাবেক সভাপতি রোটা. তমাল কুমার ঘোষ। স্পীকার ছিলেন রিপসা টিম (ডি-৬৫)-এর স্পেশাল এইড, ক্লাবের সাবেক সভাপতি রোটা. কাজী শাহাদাত এবং কো-কোর্ডিনেটর, মেম্বারশিপ (ডি-৬৫) ও ক্লাবের সাবেক সভাপতি রোটা. খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ডেপুটি কো-অর্ডিনেটর, সার্ভিস প্রজেক্ট (ডি-৬৫) রোটা. শাহেদুল হক মোর্শেদ। মঞ্চে উপবিষ্ট ছিলেন ক্লাবের সদ্য সাবেক সভাপতি ও রিপসা টিম (ডি-৬৫)-এর কো-কোর্ডিনেটর রোটা. অ্যাড. মো. নজরুল ইসলাম।

অ্যাসেম্বলিশেষে গেস্ট স্পীকার ও ক্লাবের স্পীকারদের ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। গেস্ট স্পীকারদ্বয় ক্লাব সভাপতি ও মডারেটরকে ধন্যবাদ স্মারক প্রদান করেন। সবশেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়