মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৩

ব্যাট হাতে ৮৮ রানে অপরাজিত ছিলেন আবরার রশিদ সাফি

বাহ্মণবাড়িয়ার সাথে ৯ উইকেটে জয় পেলো চাঁদপুর জেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট দল

চৌধুরী ইয়াসিন ইকরাম
বাহ্মণবাড়িয়ার সাথে ৯ উইকেটে জয় পেলো চাঁদপুর জেলা অনূর্ধ্ব ১৬  ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের

ব্যবস্থাপনায় রাঙ্গামাটি স্টেডিয়ামে বাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দলের সাথে ৯ উইকেটে জয় পেলো চাঁদপুর জেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট দল। চাঁদপুরের জেলা দলটি ১৭ ফেব্রুয়ারি সোমবার প্রথম ম্যাচে কক্সবাজারের সাথে ৫৬ রানে জয়লাভ করে।

রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) ম্যাচে অংশ নেয় বাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট দল। টসে জয় লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দল। তারা ৪৩ ওভার ৩ বলে সবক'টি উইকেট হারিয়ে ১৩২ রান করে। বল হাতে চাঁদপুরের পক্ষে ফারদিন ও তাহমিদ ৩টি করে উইকেট নেন।

চাঁদপুর জেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট দল ১৩৩ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ২৩ ওভার ২ বলে ১ উইকেট হারিয়ে ১৩৫ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে ওপেনিং ব্যাটসম্যান আবরার রশিদ শাফি ৮৪ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন। দলের অপর ব্যাটসম্যান ফারহান ৪৬ বলে ২৪ রান করেন। চাঁদপুর জেলা ক্রিকেট দল ৯ উইকেটে জয়লাভ করে।

চাঁদপুর জেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট দল : আবরার রশিদ শাফি, আতিকুর রহমান, ফারহান, সিয়াম, আব্দুল্লাহ, ফারদিন, তাহমিদ, সানজিদ, শাহজালাল মিয়াদ ও জুনায়েদ। কোচ পলাশ কুমার সোম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়