শনিবার, ০৩ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ২০:৫০

নির্বাচনের টাকা ফেরত দিচ্ছেন এনসিপির মুখ্য যুগ্ম সমন্বয়ক মাহাবুব আলম

কামরুজ্জামান টুটুল।
নির্বাচনের টাকা ফেরত দিচ্ছেন এনসিপির মুখ্য যুগ্ম সমন্বয়ক মাহাবুব আলম

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনে এনসিপির দলীয় প্রার্থী ছিলেন দলটির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক মো. মাহাবুব আলম। ইতোমধ্যে তিনি একই আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আবুল হোসাইনকে সমর্থন জানিয়ে মনোনয়ন ক্রয় করার পরেও তা আর জমা দেননি। হাজীগঞ্জের সন্তান মাহাবুব আলম নির্বাচনে ব্যয়ের জন্যে বিভিন্ন স্থান থেকে যে অর্থ পেয়েছেন, নির্বাচন না করার কারণে সেই অর্থ ফেরত দিচ্ছেন। এ নিয়ে তিনি তাঁর ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাস দেবার বিষয়টি তিনি নিজে চাঁদপুর কণ্ঠকে মুঠোফোনে নিশ্চিত করেছেন।

মাহাবুব আলমের স্ট্যাটাসটি নিচে হবহু তুলে ধরা হলো :

প্রিয় শুভাকাঙ্ক্ষী,

আপনারা যারা আমার নির্বাচনী খরচের জন্যে বিশ্বাস করে অর্থ পাঠিয়েছেন, আপনাদের প্রতি রইলো আমার আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের এই ভালোবাসা ও আস্থা আমার জীবনে এক বড়ো অনুপ্রেরণা হয়ে থাকবে।

চাঁদপুর-৫ আসনে এনসিপি আমাকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিলো। তবে আগামীর গণভোট, জুলাই সনদ বাস্তবায়নের স্বার্থে দল এবার জোটগতভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। তাই জোটের প্রার্থী হিসেবে এই আসন থেকে জনাব আবুল হোসেন ভাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে ভাইকে সমর্থন দিয়ে আমি নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছি। যেহেতু আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করছি না, সেহেতু আপনাদের পাঠানো অর্থ ইতোমধ্যেই ফেরত পাঠানো হয়েছে।

আবারও আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ ও ভালোবাসা রইলো।

তবে যারা ব্যাংক থেকে বিকাশে ট্রান্সফার করেছেন, এমন কয়েকজনের টাকা ফেরত পাঠানোর ক্ষেত্রে আমি নম্বর বা তথ্য কিছুই খুঁজে পাচ্ছি না। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি, দয়া করে ইনবক্সে যোগাযোগ করে টাকা ফেরত দিতে সহযোগিতা করবেন বলে আশা রাখছি। আমাদের এই লড়াই চলবে

যতদিন না ইনসাফ কায়েম হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়