রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৪

চাঁদপুর-৩ আসনের বিএনপি প্রার্থী

জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিলেন শেখ ফরিদ আহমেদ মানিক

জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিলেন শেখ ফরিদ আহমেদ মানিক
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের হাতে মনোনয়নপত্র জমা দেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। ছবি : ইয়াসিন ইকরাম।
চৌধুরী ইয়াসিন ইকরাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক তাঁর দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাস্টার , জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যা সেলিম ও সহ-সভাপতি দেওয়ান সফিকুজ্জামান ।

মনোনয়নপত্র জমা শেষে প্রতিক্রিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আজ নির্বাচনী যাত্রা শুরু করলাম। চাঁদপুরের সকল ভোটারদের কাছে অনুরোধ, আমার জন্য সবাই দোয়া করবেন এবং ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

উল্লেখ্য, মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়