রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন :

লক্ষ্মীপুরের চারটি আসন পেলেন বিএনপির চার প্রার্থী!

তাবারক হোসেন আজাদ, রায়পুর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের চারটি আসন পেলেন বিএনপির চার প্রার্থী!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবশেষে দল থেকে লক্ষ্মীপুরের চারটি আসনেই বিএনপি-র চার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

এ বিষয়টি শনিবার সন্ধ্যায় সত্যতা নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে

শেষ দিনের বৈঠকে লক্ষ্মীপুরের চারটি আসনের প্রার্থীদের ডাকা হয়েছে।

এর মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে এই চারটি আসনে কোনো শরিক দল নয়, ধানের শীষ পেয়েছেন বিএনপির প্রার্থীরা

চারটির মধ্যে দুটি আসনে আগে থেকেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা ছিল। অন্য দুটি আসন নিয়ে এক ধরনের রাজনৈতিক জল্পনা চলছিল।

একটি আসনে শরিক দলকে ছাড় দেওয়ার আলোচনা থাকলেও পরবর্তীতে তা বাতিল হয়।

অন্য একটি আসন মিত্র বিবেচনায় ফাঁকা রাখা হয়েছিল—এমন ধারণা থেকে প্রচারণাও চালানো হয়।

বিশ্বস্ত সূত্র জানায়, বৈঠক ডাকার মধ্য দিয়ে ওই আসনেও বিএনপির মনোনয়ন চূড়ান্ত হয়েছে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

সূত্র আরও জানায়, ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে ঘোষিত কয়েকজন প্রার্থীকে এই বৈঠকে ডাকা হয়নি। এর অর্থ হচ্ছে সংশ্লিষ্ট আসনে নতুন প্রার্থী বিবেচনা করা হচ্ছে।

উক্ত আসনে আগে থেকেই দলীয় প্রতীকের পক্ষে প্রচারণা চলছিল এবং এতে স্পষ্ট হয় সেখানে বিএনপির দলীয় প্রার্থী-ই নির্বাচন করবেন।

উল্লেখ্য, প্রথম দফায় ২৩৬টি আসনে এবং দ্বিতীয় দফায় ৩৬টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে বিএনপি।

গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করছে দলটি,

যেখানে প্রদান করা হয়েছে

দিকনির্দেশনামূলক বক্তব্য

আজকের বৈঠকের মধ্য দিয়েই সেই প্রক্রিয়ার শেষ দিন সম্পন্ন হয়েছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়