শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২২:৩২

লক্ষ্মীপুর-৪ আসনে আ. লীগ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

তাবারক হোসেন আজাদ, রায়পুর (লক্ষ্মীপুর)।।
লক্ষ্মীপুর-৪ আসনে আ. লীগ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের রামগতি উপজেলার সহ-সভাপতি শরাফ উদ্দিন আযাদ সোহেল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে তার পক্ষে জাফর আহমেদ গণি নামে এক ব্যক্তি (সোহেল অনুসারী) সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপার কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

একজন চিহ্নিত আওয়ামী লীগ নেতার মনোনয়ন ফরম সংগ্রহ করা নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চলছে সমালোচনার ঝড়।

রামগতি ও কমলনগর উপজেলা বিএনপির অন্তত ১০ জন নেতা জানান, শরাফ উদ্দিন রামগতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ বাগিয়ে নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে দুবার নির্বাচিত হয়েছিলেন। নিজেকে দম্ভের সঙ্গে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে জাহির করতেন তিনি।

অভিযোগ রয়েছে, পলাতক আওয়ামী লীগের নীলনকশার দিন এবং রাতের ভোটের একজন কারিগরও ছিলেন এই শরাফ উদ্দিন। এছাড়া ১৪, ১৮ ও ২৪-এর সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে ভোট করতে গিয়ে বিএনপি ও জামায়াতের শত শত নেতাকর্মীকে দমন-পীড়ন করেছেন তিনি। বিশেষ করে চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগের এমপি প্রার্থী আবদুল্লাহ আল মামুনকে জেতাতে মাঠে বলিষ্ঠ ভূমিকা রাখেন তিনি। যার ভয়ে রামগতিতে বিএনপির নেতাকর্মীরা ছিলেন সারাক্ষণ তটস্থ।

এছাড়া আওয়ামী লীগের পুরোটা সময় ক্ষমতার দাপট দেখিয়ে রামগতিতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালান তিনি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সোহেল অনেকটা আত্মগোপনে থাকলেও হঠাৎ সরব হন রাজনৈতিক মাঠে।

রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন জানান, চলতি বছরের ১ নভেম্বর শরাফ উদ্দিন আযাদ সোহেল দেশত্যাগ করতে এয়ারপোর্টে গমন করলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। যে কারণে তিনি দেশত্যাগ করতে পারেননি। এখন অজানা ক্ষমতার দাপটে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

এতে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের রক্তের সঙ্গে বেইমানি ছাড়া কিছু নয় দাবি করে এই নেতা বলেন, শান্তিপ্রিয় এবং দেশপ্রেমিক জনতা আওয়ামী লীগের দোসরের মনোনয়নপত্র সংগ্রহ সহজভাবে নেবে না, নিতে পারে না! আমরা এ বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে রামগতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরাফ উদ্দিন আযাদ সোহেলের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা জানান, তিনি এ উপজেলায় নতুন এসেছেন। খোঁজখবর নিয়ে বিষয়টি দেখবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়