শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ২২:০৪

মতলব দক্ষিণে খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া মাহফিল

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলব দক্ষিণে খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে বারঠালিয়া এতিমখানা মাঠে ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রধানের সভাপতিত্বে ও ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মল্লিক মো. শাহজাহান। বক্তব্য রাখেন মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান শাহীন ভূইয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক সুজন পাটওয়ারী, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি আরিফ হোসেন, সাবেক সহ-সভাপতি মো. জাকির হোসেন, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাঈদ প্রধান, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল প্রধান, ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি জিয়া সরকার, যুবদল নেতা ফারুক খান, মজনু, রাব্বী মৃধা প্রমুখ। পরে খালেদা জিয়ার রোগ মুক্তিতে মাদ্রাসার এতিম শিক্ষার্থী, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়