বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১৯:৪১

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় চাঁদপুর আইনজীবী সহকারী সমিতির দোয়া ও মিলাদ

আদালত প্রতিবেদক।।
খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় চাঁদপুর আইনজীবী সহকারী সমিতির দোয়া ও মিলাদ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির দোয়া ও মিলাদ অনুষ্ঠানে মোনাজাতরত সদস্য ও মুসল্লিরা।

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বাদ জোহর আইনজীবী সমিতির মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহীদুল্লাহ গাজী। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং দেশনায়ক তারেক রহমান ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

উপস্থিত ছিলেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. মনির হোসেন, সমিতির নিয়ন্ত্রণ পরিষদের সভাপতি ও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আকাশ, সমিতির সদস্য ও শাহরাস্তি উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি রতন বেপারী সেলিম, সমিতির সদস্য ও শাহরাস্তি টামটা ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সমিতির সদস্য নাদিম হোসেন, বিএনপি নেতা ও সমিতির সদস্য মাকসুদুর রহমান, সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম নিরবসহ সমিতির সদস্য ও মুসল্লিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়