শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১৬:১০

চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমীর খুদে ফুটবলারদের মাঝে জার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

চৌধুরী ইয়াসিন ইকরাম
চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমীর খুদে ফুটবলারদের মাঝে জার্সি  ও ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন শেখ ফরিদ আহমেদ  মানিক

চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমীর খুদে ফুটবলারদের মাঝে জার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরণ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর- হাইমচরের গণমানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক।

শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) সকালে মুনিরা ভবনে একাডেমিতে অনুশীলনরত ৭২ জন প্রমিলা (মেয়ে) ও ফুটবলারদের (ছেলে) হাতে জার্সি সহ সকল খেলার সামগ্রী তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, প্রচার সম্পাদক পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, শহর যুবদলের সভাপতি শাহজাহান কবির খোকা, সাবেক ফুটবলার ও কোচ আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর গাজী, রোটা. কাজী মাইনুল হক জীবন, ক্রীড়া সংগঠক আফজাল হোসেন, হাসান আল জায়েদ রিফাই, পারভেজ আলম রবিন সহ অন্যরা।

চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমির কোচ মানিক ও জাহাঙ্গীর গাজীর সাথে এ প্রতিবেদকের আলাপকালে তারা বলেন, আমাদের একাডেমিতে অনুশীলনরত অনেক ফুটবলার রয়েছে। একাডেমির ৭২ জন ফুটবলারকে খেলার জার্সি সহ সকল ক্রীড়া সামগ্রী নিজ অর্থায়নে তুলে দেন মানিক ভাই। আমাদের একাডেমির খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ে তিনি সহযোগিতা করে যাচ্ছেন।

ফুটবলার শাওনসহ অনেক ফুটবলারের সাথে আলাপকালে তারা বলেন, আমাদের খেলাধুলার অনুশীলনের জন্যে অনেক কিছুরই প্রয়োজন ছিলো। মানিক ভাই আমাদেরকে নতুন জার্সি সহ ক্রীড়া সামগ্রী দিয়েছেন। নতুন নতুন অনেক কিছু পেলেই আনন্দ লাগে ।

আরো খবর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়