শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ২১:৫৮

সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে চাঁদপুর সদর উপজেলার ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা শুক্রবার

স্টাফ রিপোর্টার
সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে চাঁদপুর সদর উপজেলার ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা শুক্রবার

চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে চাঁদপুর সদর উপজেলার ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত হবে। শহরের মুনিরা ভবনে বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হবে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের এই মতবিনিময় সভা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বিকেল সাড়ে ৩টায় রাজরাজেশ্বর ইউনিয়ন দিয়ে শুরু হবে এই সভা। নামাজের বিরতি দিয়ে পর্যায়ক্রমে চলবে ইব্রাহিমপুর, চান্দ্রা, বিষ্ণুপুর, হানারচর, রামপুর, বালিয়া, কল্যাণপুর, মৈশাদী, আশিকাটি লক্ষ্মীপুর, শাহমাহমুদপুর, বাগাদী ও তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক এই সভা।

প্রত্যেক ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহাজান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, অ্যাড. জহির উদ্দিন মো. বাবর বেপারী, অ্যাড. মুনিরা চৌধুরী, অ্যাড. কোহিনূর বেগম, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, হাজী মোশারফ হোসাইন, অ্যাড. শামসুল আলম মন্টু প্রমুখ।

উপস্থিত থাকবেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালীসহ যুগ্ম আহ্বায়কবৃন্দ। এছাড়া উপস্থিত থাকবেন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের সুপার ফাইভ এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সুপার ফাইভ টু।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়