শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ২১:৫৬

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ডাক্তার-পিতার মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ডাক্তার-পিতার মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দিলীপ কুমার পাল নামক এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন অফিসের সামনে মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে দিলীপ পালকে বহনকারী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে থাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। পরে দিলীপ পালকে গুরুতর আহত অবস্থায় শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দিলীপ পাল শ্রীমঙ্গলের বিশিষ্ট চিকিৎসক রাজীব পালের বাবা।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শারমীন আক্তার জানান, দিলীপ পালকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিহতের লাশ হাসপাতালেই রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্যে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়