প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ২১:২৫
শুধু অনলাইনেই নয়, অফলাইনে এখন কাশফুল
চাঁদপুর শহরের নূর ম্যানশনে শো-রুম উদ্বোধন

নারীদের নানা পোশাকের সমাহার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তিশালী একটি প্রতিষ্ঠান কাশফুল। এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী গ্রাহকদের নানা ধরনের পোশাকের প্রচার করে।
|আরো খবর
প্রতিষ্ঠানটি রুচিশীল ও নারী গ্রাহকদের পছন্দনীয় পোশাক সরবরাহের কারণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠে। পাশাপাশি গ্রাহকদের চাহিদা পূরণে সক্ষম হয়। ফলে গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে এবার নতুন শোরুমের মধ্য দিয়ে অফলাইনে তাদের যাত্রা শুরু করলো।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২৫) চাঁদপুর শহরের মিজানুর রহমান চৌধুরী সড়কের (সাবেক কুমিল্লা রোডের) নূর ম্যানশনের নিচতলায় প্রথমবারের মতো কাশফুলের শোরুম আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো কাশফুল।
এ উপলক্ষে বিকেলে শোরুমে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মিজানুর রহমান। মিলাদ ও দোয়া পরিচালনা চাঁদপুরের বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব কাজী মাহবুবুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দু কর্ণধার মো. ফয়সাল হাওলাদার ও কাজী মুন্না।
নারীদের পোশাকের পছন্দসই প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাশফুল নামক প্রতিষ্ঠানটি বেশ আলোড়ন সৃষ্টি করে জনপ্রিয় ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করে।