মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ২১:০৪

হাজীগঞ্জে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশে ইঞ্জি. মমিন

বিএনপির সাথে থেকে মন্ত্রিত্বের স্বাদ নিয়েছেন, চাঁদাবাজির টাকাকে বায়তুল মাল বলে চালাচ্ছেন!

কামরুজ্জামান টুটুল
বিএনপির সাথে থেকে  মন্ত্রিত্বের স্বাদ নিয়েছেন, চাঁদাবাজির টাকাকে বায়তুল মাল বলে চালাচ্ছেন!

'জাতীয়তাবাদী দলকে চাঁদবাজের দল বলছেন, আমাদের সাথে থেকে দু নেতা মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করেছেন! কী যে আরাম! চাঁদাবাজির টাকাকে বায়তুল মাল বলে চালাচ্ছেন।' দেশের একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে হাজীগঞ্জে বিজয় র‍্যালি পরবর্তী সমাবেশে প্রদত্ত বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।

সোমবার (৪ আগস্ট ২০২৫) বিকেলে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে ইঞ্জি মমিনূল হক বলেন, সেই রাজনৈতিক দলটি সংবিধান মানে, আবার মানে না। তাদের অবস্থা দেখে মনে হয় তারা আল্লাহ ও মসজিদকে দখলে নিয়েছে, মনে হয় ভোটের আশায় নামাজ পড়ে। আমাদের সবাই নামাজ পড়ে, কোরআন পড়ে।

নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে সারাদেশে তারেক জিয়ার সিসি ক্যামেরা রয়েছে, পর্যায়ক্রমে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হাজীগঞ্জ থানায় আমাদের যারা যাবে তাদের তালিকা করা হচ্ছে, আমি খবর পেয়েছি আমাদের লোকদের যাওয়া কমেছে, তবে একটি দলের থানায় যাওয়া বাড়ছে। হাজীগঞ্জ বাজারে অনেক হিন্দু ব্যবসায়ী রয়েছেন। তাদের সমস্যা, আচার বিচার তারা করবেন, আপনারা কেউ নাক গলাবেন না। আমরা হাজীগঞ্জ বাজারে তিনটি অভিযোগ বক্স বসাবো, আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ এসব বাক্সে ফেলবেন। প্রতি শনিবার এসব বাক্স খোলা হবে।

বাংলাদেশ শিশু পার্টি (এনসিপি) কর্তৃক ঢাকাতে আহূত রোববারের সমাবেশে যে লোকজন হয়েছে তার চেয়ে বেশি লোক আজকে হাজীগঞ্জে আমাদের এখানে হয়েছে উল্লেখ করে ইঞ্জি. মমিনুল হক আরো বলেন, আজকের এ সমাবেশ স্মরণকালের স্মৃতিতে থাকবে। তিনি বলেন, আপনারা জানেন, স্বৈরাচার শেখ হাসিনা গত প্রায় দেড় দশক ধরে দেশটাতে গণতন্ত্রের নামে একক ক্ষমতার অপব্যবহার করে এসেছিলো।

২০২৪ সালে ছাত্র- জনতার আন্দোলনের মুখে পালাতে বাধ্য হয়েছে। আমাদের বিএনপির হাজার হাজার নেতা-কর্মী স্বৈরাচারের পতন করতে গিয়ে নানা মিথ্যা মামলা-হামলার শিকার হয়েছেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব দেখতে পাবে নতুন এ বাংলাদেশ। সেই লক্ষ্যে বিএনপির তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় বিএনপির নেতৃত্বে সুসংগঠিত অবস্থায় তৈরি হয়েছে। আমরা এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো। বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে আমাদের হাজীগঞ্জে বিএনপির কর্মী আজাদ সরকার জীবন দিয়েছেন। অনেক নেতৃবৃন্দ আহত হয়েছেন। আমরা তাদের পাশে আছি এবং থাকবো। বিগত ১৬ বছর মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। হাজার হাজার মামলা দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতা-কর্মী ও সমর্থককে জেলহাজতে পাঠানো হয়েছে। নেতা-কর্মীদের শারীরিক-মানসিক নির্যাতন এবং গুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছে। এর ফল হিসেবে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

সোমবার বেলা ৩টা থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতা-কর্মী হাজীগঞ্জ পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে জড়ো হতে শুরু করেন। এরপরেই কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদারের মিলাদ ও দোয়া শেষে প্রায় এক কিলোমিটার সড়ক জুড়ে কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ধরে গণমিছিলটি হাজীগঞ্জ পশ্চিম বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

উপজেলা, পৌর, সকল ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলের হাজার হাজার নেতা-কর্মী বৃষ্টি উপেক্ষা করে মিছিলে অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়